Bangla
3 days ago

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নেবে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল

Published :

Updated :

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এনসিপির এক শীর্ষ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

এনসিপির ওই শীর্ষ নেতা জানান, “আমাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবে। দলের পক্ষ থেকে তিন জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে তার মধ্যে একজন অনুপস্থিত থাকায় কিছুটা বিভ্রান্তি রয়েছে। তবে আমাদের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।”

এনসিপির প্রতিনিধিদলের সদস্যদের নাম এখনও নিশ্চিত করা যায়নি এবং দল থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

Share this news