Bangla
3 days ago

জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাগুলি এখনও পূরণ হয়নি: নাহিদ ইসলাম

Published :

Updated :

জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাগুলি এখনও অপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

মঙ্গলবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে বক্তৃতাকালে, নাহিদ ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পরিবর্তনগুলির সমালোচনামূলক পর্যালোচনার আহ্বান জানান। 

তিনি বলেন, "গণঅভ্যুত্থানের এক বছর পার হয়েছে ফলে অনেক হিসাবনিকাশ আমরা করছি যে আমরা কি পেলাম, তরুণরা কি পেল। দেশ কতটুকু পরিবর্তন হল। হিসাবনিকাশ না করে নিলে বুঝবো না আমরা, আমাদের আগামী দায়িত্বটা কি।" 

জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি মন্তব্য করে নাহিদ বলেন, "আমাদের এ লড়াই, তরুণদের এ লড়াই, এ দায়িত্ব সমাপ্ত হয় নাই। ২৪ এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে, প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা বলতে চাই সমীকরণ এখনও শেষ হয়ে যায় নাই। ফলে, যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে, তারা ভুল পথে হাঁটছে।" 

Share this news