Bangla
15 days ago

জুলাই অভ্যুত্থানে হতাহতদের সন্তানদের জন্য বেসরকারি স্কুলে আসন সংরক্ষণ

Published :

Updated :

বেসরকারি স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়ায়, সরকারি স্কুলের মতোই, জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে একটি করে আসন সংরক্ষিত থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত কেবল ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। ২০২৪ সালের জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানে আহত বা শহীদদের পরিবারের সদস্যদের জন্য বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী লটারির মাধ্যমে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত আসনের অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে আসন সংরক্ষিত থাকবে। তবে ভর্তির জন্য আবেদন করার সময় সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং ভর্তি কার্যক্রমের সময় মূল কপি প্রদর্শন করতে হবে।  

যদি নির্ধারিত সংরক্ষিত আসনের জন্য অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্য পাওয়া না যায়, তবে লটারির মাধ্যমে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করা হবে।  

এর আগে, ২০ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় প্রথম আদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পাশাপাশি অভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য মোট আসনের ৫ শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশ দেয়। পরে, ৩ মার্চ মন্ত্রণালয় ওই আদেশ বাতিল করে এবং শুধুমাত্র ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে প্রতি শ্রেণিতে একটি করে আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

 

Share this news