জুলাই শহীদদের জন্য আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
Published :
Updated :
জুলাই গণঅভ্যুত্থনে শহীদ ও আহতদের পরিবারের জন্য গৃহায়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই অভিযানে প্রকল্প বাস্তবায়নে বাজারমূল্যের কয়েকগুণ বেশি ব্যয়ে কেনাকাটার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সরেজমিন তদন্ত করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, প্রকল্প সংশ্লিষ্ট সব রেকর্ড সংগ্রহ এবং কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়েছে। তদন্ত দল এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেবে।
অভিযোগে বলা হয়েছে, ‘৩৬ জুলাই’ নামে এই আবাসন প্রকল্পে সীমানা প্রাচীর ৪৫ গুণ বেশি ব্যয়ে নির্মাণ, বেড লিফট ও সাবস্টেশন চার থেকে পাঁচ গুণ দামে কেনাসহ পানির পাম্পও অস্বাভাবিক মূল্যে কেনা হয়েছে।
৭৬১ কোটি ১৬ লাখ টাকার এই প্রকল্পটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে। এতে শহীদ পরিবারের জন্য ৮ শতাধিক ফ্ল্যাট বিনামূল্যে বরাদ্দের কথা রয়েছে।