Bangla
8 days ago

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য চায় এনসিপি, বিএনপি বা জামায়াতের সঙ্গেও হতে পারে জোট

Published :

Updated :

জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোট গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘দেশ বদলাবে নতুন নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি বা জামায়াত থাকে, তবে তাদের যে কোনো একদলের সঙ্গে জোট হতে পারে। আমরা জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে ৯ দলীয় রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা দেখছি।”

তিনি আরও বলেন, “গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে একটি দল অতি সক্রিয়। কিন্তু বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো—প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে।”

জামায়াতের সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “দেশ অচল করে দেয়ার মতো কর্মসূচি আমরা সমর্থন করি না। শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই পরিবর্তন আসতে হবে।”

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, সংসদে বিরোধীদল হিসেবে বিএনপি ব্যর্থ। যারা বিরোধী দল হিসেবে সংসদে ব্যর্থ, তারা কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে?

 

Share this news