Published :
Updated :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার জুলাই সনদ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, দলটি ৩ আগস্ট ছাত্র এবং জনসাধারণের সাথে জুলাই মাসের সনদ প্রকাশ করবে।
জুলাইয়ের বিদ্রোহের এক বছর পূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করার সময় নাহিদ এই মন্তব্য করেন। ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।
তিনি বলেন, "বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে যাবে জুলাইয়ের বার্তা। বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় সারা দেশ পদযাত্রা শেষে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ হবে। আমরা আসছি ৬৪ জেলায়। শহর থেকে গ্রামে। শহীদের কবরের কাছে।"