Bangla
2 days ago

জুলাই সনদ তৈরি হলে আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় হবে: শরিফ ওসমান হাদী

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

Published :

Updated :

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে এই সরকারের মধ্যে যারা আওয়ামী লীগকে চায় তাদের নৈতিক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। জুলাই সনদ তৈরি হলে তাদের চূড়ান্ত পরাজয় হবে বলে মনে করেন তিনি। 

শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত দেশের চলমান সংকট মোকাবিলায় জুলাই জনতার জাতীয় ঐক্য বিনির্মাণে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

শরিফ ওসমান হাদী বলেন, "জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই শহীদ পরিবার কিংবা যারা এই আন্দোলনে শরিক হয়েছিলেন তাদের ভারত আর আওয়ামী লীগ মিলে কচুকাটা করবে। ঘোষণাপত্র হলে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হবে।" 

বিএনপি দিল্লির ছকে পা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "তারা সংস্কার ও বিচারের কথা না বলে শুধু নির্বাচনের কথা বলছে। বিএনপি এটা ২টা কারণে বলে। কারণ তার ২টা ডগডগে স্মৃতি আছে। একটা হচ্ছে ১/১১ এর স্মৃতি। অপরটি হচ্ছে বিএনপি সেনাবাহিনীর পক্ষে থেকে তাদের সুবিধা নিতে চায়।" 

Share this news