Published :
Updated :
গত ৯ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্যসহ ‘জুলাই যোদ্ধাদের’ ওপর হওয়া ৩৮টি হামলার মধ্যে ২৮টির সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর অধীন ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্টের তথ্য অনুসারে, এসব হামলায় দুইজন নিহত এবং অন্তত ৮৭ জন আহত হয়েছেন।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ঘেরাওয়ের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় আহত আবুল কাসেম নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাফ্যাক্ট জানায়, তারা গুজব, ভুয়া খবর এবং অপপ্রচারের বিরুদ্ধে কাজ করছে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।