Bangla
2 days ago

জয়কে হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেলেন শফিক রেহমান

Published :

Updated :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার সাজা বাতিল করে এই রায় দেন। এর আগে তিনি এই মামলায় দেয়া কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেন।

রায়ে খালাস পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শফিক রেহমান প্রধান বিচারপতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে দেশের বিচার বিভাগ যে স্বাধীন, তা প্রমাণিত হয়েছে।

তার পক্ষে আইনজীবীরা জানান, এই ‘মিথ্যা মামলা’ ও হয়রানিমূলক রিমান্ডের ঘটনায় তারা আইনি প্রতিকার নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

উল্লেখ্য, মামলায় শফিক রেহমানকে দুটি ধারায় মোট সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর তিনি আদালতে আত্মসমর্পণ করে সাজার বিরুদ্ধে আপিল করেন, যার প্রেক্ষিতেই আজকের খালাসের রায় আসে।

Share this news