Bangla
2 days ago

কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সকালেও কর্মসূচি অব্যাহত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

Published :

Updated :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকেই কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন তারা। রাতভর অবস্থানের পর ভোরেও কর্মসূচি অব্যাহত ছিল।

সকাল সোয়া ৮টার দিকে দেখা যায়, কাকরাইল মোড়ে পুলিশের ব্যারিকেডের সামনে শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। কেউ রাস্তায় বসে, কেউবা ত্রিপল বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন। আশপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট দলে থাকা কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে ইশরাকের পক্ষে।

বৃষ্টির মধ্যেও কর্মসূচি চালিয়ে যাওয়া নেতাকর্মীরা ‘লড়াই চাই’, ‘ইশরাক ভাইয়ের সৈনিকেরা প্রস্তুত’—এমন নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

অবস্থান কর্মসূচির কারণে কাকরাইল মোড় হয়ে মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা। অনেক মোটরসাইকেল চালককে ঘুরিয়ে দিতে দেখা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। 

Share this news