Bangla
2 days ago

কাল বিপিএমসিএ নির্বাচন: তীব্র প্রতিদ্বন্দ্বীতায় দুই প্যানেল

Published :

Updated :

নানা বিতর্কের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আগামীকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদস্যরা ভোট দিতে পারবেন।

নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও সংগঠনটি প্রতিষ্ঠার ১৫ বছরে সরাসরি কোনো নির্বাচন হয়নি।  নির্বাচন-বহির্ভূতভাবে সংগঠনের নেতৃত্ব ঠিক হওয়ায় এতদিন এতে এক ধরনের কর্তৃত্ববাদের সৃষ্টি হয়। সেই কর্তৃত্ববাদের অবসানের লক্ষ্যেই দাবি উঠে সরাসরি ভোটের।

৫ আগস্ট বিগত সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সংগঠনের বর্তমান কমিটির মহাসচিব আনোয়ার হোসেন খান। তারপর থেকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন। ফলে সংগঠনে নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটের দাবি আরও জোরালো হয়। 

সদস্যদের জোরালো দাবির প্রেক্ষিতে অবশেষে নানা বাধা পেরিয়ে কাল বুধবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছেন বিপিএমসিএর সাধারণ সদস্যরা।

বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এবার দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি হলো মহিউদ্দিন-মুকিত পরিষদ, আর অন্যটি হলো আফরোজা-মোয়াজ্জেম পরিষদ। 

নির্বাচনে ৫৫টি মেডিকেল কলেজের ১১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন। 

Share this news