কালকের মধ্যে জুলাই সনদের আদেশ দিতে হবে, নাহলে মঙ্গলবার ঢাকায় ‘জনস্রোত’: আট ইসলামী দলের হুঁশিয়ারি

Published :
Updated :

আগামীকাল (শুক্রবার) পর্যন্ত সময় বেঁধে দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও অবিলম্বে গণভোটের ঘোষণা না এলে আগামী মঙ্গলবার ঢাকায় ‘জনস্রোত’ সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট ইসলামী দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার পর রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে তারা এই হুঁশিয়ারি দেন। এসময় আট দলের নয় সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দিতে যমুনায় যায়।
নেতারা বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার না করে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না, হবে না। সুতরাং আগে গণভোট দিতে হবে। তার আগে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে।
তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তিনটি—বিচার, সংস্কার ও নির্বাচন। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে।
এর আগে দুপুর ১২টার দিকে পুরানা পল্টন মোড় থেকে যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করে আটটি ইসলামী দল। পদযাত্রাটি মৎস্য ভবন মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে নেতারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং গণভোটসহ পাঁচ দফা দাবিতে স্লোগান দেন।
আট ইসলামী দলের পাঁচ দফা দাবি হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন, নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত, আগের সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

For all latest news, follow The Financial Express Google News channel.