Published :
Updated :
চলতি বাজেটে কালোটাকা বৈধ করার সুবিধা বাতিল করা হতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে তিনি জানান, অপ্রদর্শিত আয়ের জন্য কিছু সীমিত সুযোগ বাজেটে রাখা হতে পারে।
শনিবার (২১ জুন) দুপুরে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তিনি এসব কথা জানান।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “কালোটাকা সাদা করার যে সুবিধা দেওয়া হয়, বাস্তবে তা খুব একটা কার্যকর নয়। কেউ যদি পাঁচ কোটি টাকার বিনিময়ে সম্পদ কিনে তার কেবল এক কোটি টাকার হিসাব দিতে পারে, তবে এর কোনো মানে হয় না। দীর্ঘদিন ধরে এই নিয়ে আলোচনা হচ্ছে, কাজেই এখন সময় এসেছে এই সুবিধা তুলে দেওয়ার।”
আলোচনায় তৈরি পোশাক খাতের প্রতিনিধিরা এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের বিষয়টিকে অপ্রস্তুত পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করেন।
বিজিএমইএ’র সাবেক সভাপতি রুবানা হক বলেন, “এটি পুরোপুরি একটি প্রস্তুতিহীন প্রক্রিয়া। শিল্প খাত হিসেবে আমরা এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নই।”
অর্থনীতিবিদরা সতর্ক করেন, এলডিসি উত্তরণের পর শিল্প খাতে প্রযুক্তিনির্ভরতা বাড়লে কর্মসংস্থান হ্রাস পাওয়ার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তারা।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, “২০২১ সালেই আমরা এলডিসি থেকে উত্তরণ লাভ করেছি। এরপর প্রথম তিন বছর এবং অতিরিক্ত দুই বছর আমরা এক ধরনের গ্রেস পিরিয়ডে আছি। এখন যদি নতুন করে আরও তিন বা পাঁচ বছরের জন্য সময় চাওয়া হয়, সেটি কেবল এক ধরনের অনুরোধ হিসেবে বিবেচিত হতে পারে।”