Published :
Updated :
একই আদেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও ২৯ জন বন্দির সাজা মওকুফ করে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
আজ রোববার (১৩ জুলাই) কারা অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যেসব বন্দি কারাগারে রেয়াতসহ ২০ বছর সাজা ভোগ করেছেন, তাদের মধ্যে থেকে আরও ২৯ জনকে সরকারের নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে। এ আদেশ কারা বিধি ৫৬৯ এবং ফৌজদারি কার্যবিধি ৪০১(১)-এর আওতায় কার্যকর করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে চলতি বছরে মোট ১০৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হলো।