Published :
Updated :
কারা অধিদপ্তরের ৩৩ জন ডেপুটি জেলারকে একযোগে বদলি করেছে সরকার।
বুধবার (২ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, বদলিকৃতদের মধ্যে মফিজুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, তৌহিদুল ইসলাম চট্টগ্রামে, রাশেদুল হাসান রিগ্যান ফেনীতে, আব্দুস সোবহান যশোরে, অর্পণ চৌধুরী কুমিল্লায়, তানজিল হোসেন খুলনায়, সাইফুল ইসলাম কাশিমপুর পার্ট-১-এ, তরিকুল ইসলাম কক্সবাজারে এবং সাদ্দাম হোসাইন ফরিদপুরে বদলি হয়েছেন।
এছাড়া আরও যাঁরা বদলি হয়েছেন:
শেফালী আকতার (ফরিদপুর), শিল্পী আক্তার (কুষ্টিয়া), আনন্দ কুমার শীল (বরিশাল), রেজাউল করিম (কুমিল্লা), মো. মাসুদ হোসেন (রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্র), রুবাইয়া সন্ধি (কেরানীগঞ্জ মহিলা কারাগার), একরামুল হক (দিনাজপুর), সিরাজুস সালেহীন (নোয়াখালী), সেলিনা আক্তার রেখা (শেরপুর), ইব্রাহীম (বাগেরহাট), আশাদুল ইসলাম (সাতক্ষীরা), আজহারুল ইসলাম (জামালপুর), গোলাম সাকলাইন (গাইবান্ধা), খাতুনে জান্নাত (দিনাজপুর), হানিফ আহমেদ (কাশিমপুর হাইসিকিউরিটি), বাসারাতুল্লাহ (নাটোর), মোছা. রুকাইয়া পারভীন (ঢাকা), পিটার ঘোষ (নরসিংদী), আব্দুল মোহাইমেন তুর্য (কাশিমপুর হাইসিকিউরিটি), তানিয়া ফারজানা (কাশিমপুর মহিলা কারাগার), মঈনুল হক আল মামুন (রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্র), জাহিদ হাসান (চাঁপাইনবাবগঞ্জ), মো. হোসেনুজ্জামান (মুন্সীগঞ্জ) এবং মনিরুল হাসান (সিলেট কেন্দ্রীয় কারাগার-২)।
আদেশে বলা হয়েছে, বদলির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।