Published :
Updated :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হয়নি।
আজ মঙ্গলবার (৬ মে) এ মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় থাকলেও, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের শুনানি দীর্ঘ সময় ধরে চলায় নিবন্ধন সংক্রান্ত মামলার শুনানি সম্ভব হয়নি।
জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এটিএম আজহারের আপিলের শুনানি চলে। ফলে নিবন্ধন মামলার শুনানি পিছিয়ে যায়।
আইনজীবীরা জানিয়েছেন, মামলাটি আবার কার্যতালিকায় এলে শুনানি অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে আজ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।