Published :
Updated :
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৯ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ নির্দেশ দেন।
সকালেই নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় আনা হয় এবং সকাল ১০টার পর তাকে আদালতে তোলা হয়। শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে রাখার আবেদন করেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন আবেদনের শুনানির জন্য আগামী ২২ মে তারিখ নির্ধারণ করেন।
আদেশের পর দুপুর ১২টার দিকে নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগের দিন, ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরে ভাটারা থানায় হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।