Bangla
3 days ago

কাশ্মীরে হামলার সময় সেনা কেন ছিল না, জানাল ভারত সরকার

Published :

Updated :

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার দিন সেখানে সেনা মোতায়েন না থাকার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

এ ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলো সরকারের কাছে এই নিরাপত্তা ঘাটতির বিষয়টি উত্থাপন করে।

এনডিটিভির বরাতে জানা যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রথম এই প্রশ্ন তোলেন, পরে তা সমর্থন করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিংসহ আরও কয়েকজন বিরোধী নেতা। তারা জানতে চান, হামলার মতো স্পর্শকাতর স্থানে কেন আগেভাগে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় ট্যুর অপারেটররা প্রশাসনের অনুমতি ছাড়াই ২০ এপ্রিল থেকেই পর্যটকদের বুকিং নেওয়া শুরু করে। সাধারণত অমরনাথ যাত্রার সময় জুন মাসে রুটটি খোলা হয়, তখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে। তবে এবার আগেভাগেই রুট চালু হওয়ায় প্রশাসনের হাতে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সুযোগ ছিল না।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থানের প্রতি সমর্থন জানালেও বিরোধীরা বিজেপিকে ধর্মীয় বিভাজনমূলক রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানায়।

Share this news