Bangla
2 days ago

খাদ্য নিরাপত্তা উন্নয়নে জাইকার সঙ্গে বৈঠক

Published :

Updated :

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করেছে।

সোমবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ২,৪০৯ কোটি টাকার Food Safety Testing Capacity Development Project নিয়ে আলোচনা হয়। প্রকল্পের আওতায় ঢাকায় একটি রেফারেন্স ল্যাবরেটরি এবং চট্টগ্রাম ও খুলনায় খাদ্য পরীক্ষাগার স্থাপনের কথা বলা হয়।

খাদ্য উপদেষ্টা খাদ্য ব্যবস্থার প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। জাইকা খাদ্য নিরাপত্তা টাস্ক ফোর্স গঠনের জন্য সরকারকে ধন্যবাদ জানায়।

Share this news