Published :
Updated :
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী থেকে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সক্রিয় সদস্য কলইপা ত্রিপুরা (৩৫) গ্রেপ্তার হয়েছেন।
রোববার (১১ আগস্ট) রাতে সিন্দুকছড়ি জোনের সেনা টহল দল বিশেষ অভিযানে তাকে আটক করে।
সেনাবাহিনী জানায়, কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে আসলে অভিযান চালিয়ে কলইপাকে আটক করা হয়। এ সময় একটি দেশি এলজি, একটি কার্তুজ ও একটি বাটন ফোন জব্দ করা হয়। পরে তাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
গুইমারা থানার ওসি মো. এনামূল হক বলেন, কলইপা ত্রিপুরা ওই এলাকার কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।