Published :
Updated :
খাগড়াছড়ির গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত এবং সেনা-পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন। ঘটনাটিতে গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র জনতা’র ডাকা অবরোধ চলাকালে গুইমারার একটি বাজারে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যাতে কয়েকটি দোকান পুড়ে যায়। দুপুরে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করছে।