Bangla
2 days ago

খুলনায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, স্ত্রীর সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ

Published :

Updated :

খুলনার দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে আজ (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আলামিন সিকদার (৩৩), তিনি ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আলামিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কামারগাতী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামিল বলেন, "আমাদের প্রাথমিক ধারণা, আসাদুলের ক্ষোভের কারণ ছিল আলামিনের সঙ্গে তার স্ত্রীর নতুন বিবাহ। এই ক্ষোভ থেকেই তিনি আলামিনকে হত্যার পরিকল্পনা করেন।"

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর আলামিনের মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এসআই জামিল আরও জানান, পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে এবং দ্রুত ঘটনার বিস্তারিত তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। 

Share this news