Bangla
2 days ago

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার করলেন এনসিপির শীর্ষ নেতারা

Published :

Updated :

ঢাকায় যখন ‘জুলাই অভ্যুত্থান’-এর বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠান চলছে, তখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সফরে গিয়েছেন।

টেলিভিশন প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে তারা কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন।

তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এই খবরকে “ভুয়া” বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বিডিনিউজ২৪.কম-কে জানান, তারা কক্সবাজার গেছেন শুধুই ঘুরতে।

খালেদ সাইফুল্লাহর সঙ্গে ছিলেন তার স্ত্রী তাসনিম জারা, যিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব; উত্তরের প্রধান সংগঠক সারজিস আলম; দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ; এবং দলের প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী।

কক্সবাজার বিমানবন্দরের বিমানের এক কর্মী জানান, এনসিপি নেতারা সকাল ১১টা ৩০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান। নামার পরপরই তারা গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন।

দুপুরের মধ্যে কক্সবাজারে গুঞ্জন ছড়ায় যে, এনসিপির একটি প্রতিনিধি দল স্থানীয় এক হোটেলে পিটার হাসের সঙ্গে দেখা করেছেন। বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনও এ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়, তারা ইনানীর সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, যেটি হোটেল রয়্যাল টিউলিপ নামেও পরিচিত, সেখানে গিয়েছিলেন। তবে হোটেল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে খালেদ সাইফুল্লাহ বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা খবর। আমাদের এখানে পিটার হাস বা অন্য কারো সঙ্গে কোনো বৈঠক হয়নি। আমরা এমনকি পিটার হাসকেও দেখিনি। কয়েকজন বন্ধু মিলে এখানে শুধু ঘুরতে এসেছি।”

Share this news