Bangla
2 days ago

সন্ত্রাসীদের সঙ্গে মিলে চাঁদাবাজির অভিযোগ

কলাবাগান থানার ওসি ও এসআই প্রত্যাহার

Published :

Updated :

সন্ত্রাসীদের সঙ্গে মিলে চাঁদাবাজি, লুটপাট এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ-পরিদর্শক (এসআই)–কে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন ওসি মোক্তারুজ্জামান এবং এসআই বেলাল হোসেন।

আজ সোমবার (৫ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রশাসনিক কারণে তাদের সাময়িক প্রত্যাহার করা হয়েছে।

অভিযোগকারী শিক্ষাবিদ ও কলাম লেখক ড. আব্দুল ওয়াদুদ জানান, সন্ত্রাসীদের সহযোগিতায় গভীর রাতে তার বাড়িতে হানা দিয়ে পুলিশ চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, লুটপাট ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে। এ বিষয়ে তিনি ২ মে ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

Share this news