Published :
Updated :
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ জুন) চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম বন্ধ থাকায় দেশের প্রধান সমুদ্রবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম অচল হয়ে পড়ে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির আওতায় সকাল ৬টা থেকে কাস্টমস কর্মকর্তারা কলম বিরতি শুরু করেন। ফলে চালান প্রক্রিয়া ও কাস্টমস ক্লিয়ারেন্স সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) আওতাধীন কোনো যানবাহনই গেট-ইন ও গেট-আউট কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।
সংস্কার ঐক্য পরিষদের সদস্যরা এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি শুরু করেছেন। তারা আজ থেকে দেশব্যাপী সব কর, শুল্ক ও ভ্যাট অফিস ‘সম্পূর্ণ বন্ধ’ রাখার ঘোষণা দিয়েছেন।