Bangla
2 days ago

কোরবানি উপলক্ষে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে ডিএনসিসি

Published :

Updated :

ঈদুল আজহা সামনে রেখে ধর্মীয় ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানি নিশ্চিত করতে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশুর চামড়ার গুণগত মান ও রপ্তানিযোগ্যতা বজায় রাখতে ১০টি অঞ্চলে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যেক পশুর হাটে থাকবে ১৪ সদস্যের মেডিকেল টিম। পাশাপাশি, এলাকা ভিত্তিক নির্ধারিত স্থানে কোরবানি দিতে উৎসাহিত করা হচ্ছে, যাতে বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণ করা যায়।

Share this news