Bangla
2 days ago

কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ

Published :

Updated :

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পশু পরিবহন ও বাজারজাতকরণ, এবং বর্জ্য ব্যবস্থাপনা–সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা গঠনে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

রোববার (৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, "বহু বছর ধরেই দেখা যাচ্ছে, কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য পাচ্ছেন না সাধারণ মানুষ। বিশেষ করে গরিব ও অসহায় মানুষেরা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, যারা এই চামড়া বিক্রির আয়ের ওপর অনেকাংশেই নির্ভরশীল। এই পরিস্থিতির অবসান ঘটানো জরুরি।”

তিনি আরও বলেন, “চামড়ার বাজারে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যা মূল্য নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। সরকার চেষ্টা করবে যেন কেউ এ ধরনের সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত না হয়।”

এছাড়া পশু পরিবহন এবং হাটে বিক্রির সময় যেন কোনো ধরণের নির্দয় আচরণ না হয়, সে বিষয়ে বিশেষ নজর দিতে বলেন তিনি। একই সঙ্গে চামড়া প্রক্রিয়াকরণে পরিবেশবান্ধব প্রযুক্তি, বিশেষ করে ইটিপি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ঈদুল আজহাকে ঘিরে কোরবানির প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও সুব্যবস্থা নিশ্চিত করা। 

Share this news