Bangla
3 days ago

করদাতাদের জন্য ই-রিটার্ন জমার প্রশিক্ষণ কার্যক্রম চালু করছে এনবিআর

Published :

Updated :

করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিলের প্রশিক্ষণ আয়োজন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, করদাতারা যেন সহজে ও সঠিকভাবে ই-রিটার্ন জমা দিতে পারেন, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী করদাতা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের একটি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্তির আবেদন করতে হবে।

আবেদন করতে হলে করদাতাদের উল্লেখিত লিংকে যেতে হবে: [https://nbr.gov.bd/form/e-return-training/eng।](https://nbr.gov.bd/form/e-return-training/eng।) সেখানে গিয়ে তাদের টিআইএন নম্বর, নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা এবং প্রশিক্ষণ নেয়ার সম্ভাব্য তারিখ উল্লেখ করে ফর্ম সাবমিট করতে হবে। পরবর্তীতে এনবিআর ই-মেইলের মাধ্যমে প্রশিক্ষণের নির্ধারিত তারিখ জানিয়ে দেবে।

উল্লেখ্য, এর আগে গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন।

এর পাশাপাশি ৩ আগস্ট একটি বিশেষ আদেশে এনবিআর জানায়, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিদের ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ১১ আগস্ট জারি করা সংশোধিত আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

Share this news