Bangla
10 days ago

করোনায় আরও দুজনের মৃত্যু

Published :

Updated :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে চারজনের দেহে।

শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তরা সবাই ঢাকার বাসিন্দা, মহানগরসহ।

২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া দুজনই নারী। তাদের একজন চট্টগ্রাম ও একজন খুলনা বিভাগের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত চার হাজার ৯৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৯৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

Share this news