Bangla
7 days ago

ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করল ইরান

Published :

Updated :

যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও বার্তা সংস্থা ইসনার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, ইরান যুদ্ধবিরতি ভেঙে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে তিনি তেহরানে শক্তিশালী হামলার নির্দেশ দেন।

ইসরায়েলি কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইরান থেকে নিক্ষিপ্ত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী সফলভাবে প্রতিহত করেছে। 

Share this news