Published :
Updated :
কুমিল্লার মুরাদনগর উপজেলার আকিবপুর ইউনিয়নের কড়িবাড়ি গ্রামে নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় কিংবা হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, যার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।