Bangla
6 days ago

কুমিল্লায় ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ

Published :

Updated :

কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের ঘটনায় তার নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বলা হয়েছে।

রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ঘটনায় প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে এবং ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ছড়ানোর ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

২৬ জুন রাতে হোমনা থেকে বাবার বাড়িতে বেড়াতে আসা ওই নারীকে পূর্বপরিচিত ফজর আলী ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। 

Share this news