Published :
Updated :
কুষ্টিয়ায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার কাতলামারি এলাকা থেকে রাকিবুল ইসলাম (২৬) নামের ওই পুলিশ সদস্যের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
কনস্টেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত থাকা রাকিবুল কাতলামারি গ্রামের সামু আলীর ছেলে।
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ডেকেও রাকিবুলের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা দেখেন তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, রাকিবুলের পরিবারের আর্থিক অবস্থা খারাপ ছিল। সে চাপ রাকিবুলের উপর এসে পড়ে। চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।