Bangla
2 days ago

ক্যানসারে আক্রান্ত বাইডেন

Published :

Updated :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ক্যানসারটি বেশ আক্রমণাত্মক এবং এটি তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

রোববার (১৮ মে) বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি প্রস্রাবের পরিমাণ ও ধরণে পরিবর্তন লক্ষ্য করার পর তার প্রোস্টেট পরীক্ষা করা হয়। শুক্রবার সেই পরীক্ষায় প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়, যার বৈশিষ্ট্য ছিল হাড়ে ছড়িয়ে পড়া মেটাস্ট্যাটিক ক্যানসার এবং গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), যা একটি উচ্চমাত্রার ক্যানসার নির্দেশ করে।

বিবৃতিতে আরও জানানো হয়, যদিও এটি ক্যানসারের একটি আগ্রাসী ধরণ, তবে এটি হরমোন-সংবেদনশীল হতে পারে। এর ফলে চিকিৎসার কার্যকর কিছু বিকল্প পথ রয়েছে।

৮২ বছর বয়সী বাইডেন ও তার পরিবার বর্তমানে চিকিৎসকদের সঙ্গে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাইডেন এই সপ্তাহান্তে ডেলাওয়্যারের উইলমিংটনে তার বাসায় অবস্থান করছেন।

এর আগে, বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছিলেন যে সম্প্রতি তার প্রোস্টেটে একটি ছোট নোডিউল পাওয়া গেছে। এর কয়েক দিনের মধ্যেই প্রোস্টেট ক্যানসার শনাক্তের খবর প্রকাশ্যে আসে। 

Share this news