Bangla
3 days ago

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এপিএম: বিডা চেয়ারম্যান আশিক

Published :

Updated :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, এপিএম টার্মিনাল চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এটি ডেনমার্কের এপি মোলার-মার্স্কের একটি সহযোগী প্রতিষ্ঠান। 

বৃহস্পতিবার লালদিয়া প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, “সম্প্রতি আমি নেদারল্যান্ডে এপিএম এর সদর দপ্তরে সফর করেছি। তারা বিভিন্ন দেশে বন্দর পরিচালনা করে।" 

এটি বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান বলেও জানান তিনি। 

আশিক বলেন, "আমার প্রধান দায়িত্ব হল বাংলাদেশে বিনিয়োগ ও চাকরি সৃষ্টি। আমরা সবসময় বলি যে, বাংলাদেশে প্রায় ২৫ বছরের নিচে প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা রয়েছে।" 

পৃথিবীর অন্য কোনো দেশে এমন জনসংখ্যা পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও জানান, এটি একটি অত্যাধুনিক ও পরিবেশবান্ধব বন্দর হবে এবং এতে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আসবে।

আমাদের প্রকৃত এফডিআই বছরে ৭০০ মিলিয়ন ডলারের বেশি নয় উল্লেখ করে তিনি বলেন, তাহলে যদি আমরা এই প্রকল্পের মাধ্যমে ৮০০ মিলিয়ন ডলার এফডিআই পাই এবং এপিএম এর মতো একটি ভালো প্রতিষ্ঠান পেয়ে থাকি, তা আমাদের অর্থনীতি এবং সার্বিক আর্থিক ব্যবস্থার জন্য খুবই ভালো।

কোম্পানিটির কার্যক্রম অনেক কর্মসংস্থান তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি। 

Share this news