Bangla
4 days ago

লালমনিরহাট ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

Published :

Updated :

লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে মাত্র কয়েক গজ দূরে বিডিআর গেট এলাকায় দু'টি যাত্রীবাহী ট্রেনে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম ইউএনবিকে জানান, “আমরা চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। কেউ দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। যাত্রী নামানোর পর ঢাকা-মুখী লালমনি এক্সপ্রেস যখন ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল, ঠিক তখনই স্টেশনে প্রবেশরত বুড়িমারি কমিউটার ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আটজন আহত হন। 

আহত এক যাত্রী আকলিমা বেগম বলেন, “ট্রেনটি যখন স্টেশনের কাছাকাছি পৌঁছায়, ঠিক তখনই একটা বিশাল শব্দ হয়। আমি ও আমার মেয়ে সিট থেকে ছিটকে পড়ে যাই এবং আমাদের মাথা ও হাতে আঘাত লাগে।”

দুর্ঘটনার পর সেনাবাহিনী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন। রেল পুলিশ মোতায়েন করা হয় এবং প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যা ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Share this news