Bangla
2 days ago

লালমনিরহাটের পাটগ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

Published :

Updated :

লালমনিরহাটের পাটগ্রামের নাজির গোমানী সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। রোববার (১৮ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—অনুজ কুমার ও মনিরুজ্জামান। তারা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় কয়েকজন মাদক চোরাকারবারি সীমান্ত পেরিয়ে মাদক আনতে গেলে বিজিবি বাধা দেয়। এতে তারা বিজিবির ওপর হামলা চালায় এবং দুই সদস্য আহত হন।

৬১ বিজিবির নাজির গোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা করেছেন বলে জানান ওসি (তদন্ত) স্বপণ কুমার সরকার।

Share this news