
Published :
Updated :

চলমান যুদ্ধের ফলে ৫২ জন লেবাননপ্রবাসীদের একটি দল আজ বৃহস্পতিবার ঢাকা অভিমুখে রওনা দিয়েছেন। তারা বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকা আসছেন। বাংলাদেশ দূতাবাসে স্বেচ্ছায় দেশে ফেরার আবেদনকারী প্রবাসীদের এটি ষষ্ঠ দল।
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই যাত্রীদের বহনকারী ফ্লাইটটি সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত ত্যাগ করে রাত ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিবৃতিতে জানানো হয়েছে, পাসপোর্ট ও আবাসিক পারমিটসহ প্রয়োজনীয় ভ্রমণ নথি প্রস্তুত করে প্রত্যাবর্তনকারীরা দূতাবাসের মাধ্যমে একটি সহজ ও সুষ্ঠু প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
এর আগে, বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রত্যাবাসনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের তাদের নাম নিবন্ধন করতে উত্সাহিত করে একটি নোটিশ জারি করেছিল।
লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে ১ লাখ বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন, তবে এর মধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.