Bangla
2 days ago

লোকসানের অজুহাতে ঈদযাত্রায় যাত্রীপ্রতি ২০০ টাকা বাড়তি ভাড়া চান বাস মালিকরা

Published :

Updated :

ঈদের সময় যাত্রীরা একমুখী হওয়ায় ফেরার পথে বাসগুলো যাত্রীশূন্য থাকে, ফলে লোকসান হয়- এ যুক্তিতে বাস মালিকরা ঈদের আগে ও পরে ৭ দিন করে যাত্রীপ্রতি ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি করেছেন।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদ উপলক্ষে আয়োজিত অংশীজন সভায় এ দাবি জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।

মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, ঈদের সময় বাসে যাত্রী কম থাকায় ভাড়া বাড়ানো ছাড়া উপায় থাকে না। তিনি বিমানের মতো ভাড়া সমন্বয়ের প্রস্তাব দেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জানায়, গত ঈদে নন-এসি বাসগুলো ১০-৩০% এবং এসি বাস ৫০-১০০% পর্যন্ত অতিরিক্ত ভাড়া নিয়েছিল।

মালিক সমিতির অন্য এক নেতা এম এ বাতেন বলেন, ঈদের সময় ঢাকায় ফেরা বাসগুলো একেবারে খালি থাকে। তাই বাড়তি ভাড়া না দিলে বাস চলানো কষ্টকর।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, অনেক রুটে ঈদের সময়েও যাত্রী থাকে, তাই এ বিষয়ে একটি সমীক্ষা প্রয়োজন। 

Share this news