Bangla
12 hours ago

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ

Published :

Updated :

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী আদালতে মামলা করেছেন। 

টাঙ্গাইলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জেলার মির্জাপুরের ওই তরুণী ইতোমধ্যে আদালতে মামলা করেছেন। অভিযুক্ত আরাফাত হোসেন স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। 

মামলা আমলে নিয়ে আদালত গত ২ সেপ্টেম্বর মির্জাপুর থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কৌশলে ওই তরুণীর ওয়াশরুমে থাকা অবস্থায় ভিডিও ধারণ করে তা দিয়ে লাকী আক্তার নামে আরেক নারীর সহযোগিতায় তাকে ব্ল্যাকমেইল করা হয়। পরে, লাকী আক্তারের বাসাতেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগপত্রে বলা হয়েছে। 

পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Share this news