মাগুরায় আলোচিত শিশু হত্যা মামলায় হিটু শেখের আপিল গ্রহণ, অর্থদণ্ড স্থগিত
Published :
Updated :
মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের দেওয়া এক লাখ টাকার অর্থদণ্ডও স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আছিয়ার পরিবার সূত্রে জানা যায়, শিশুটি বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। ৬ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মাগুরা হাসপাতালে নেওয়া হয় এবং ১৩ মার্চ ঢাকার সিএমএইচে তার মৃত্যু হয়।
মামলার বিচারিক কার্যক্রম ২৩ এপ্রিল শুরু হয়ে মাত্র ৭৩ দিনের মধ্যে ১৭ মে রায় ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়। রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
২৫ জুন হিটু শেখ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। পাশাপাশি মামলার ডেথ রেফারেন্সও হাইকোর্টে পাঠানো হয়েছে। এখন উভয় বিষয়ে একসঙ্গে শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।