Published :
Updated :
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ের দিন আগামী শনিবার (১৭ মে) ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করেন বিচারক এম জাহিদ হাসান।
এর আগে, গতকাল সোমবার (১২ মে) সকালে জেলা কারাগার থেকে আসামিদের আদালতে আনা হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ। প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় আজ (মঙ্গলবার) আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়।
এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। এ মামলায় এখন পর্যন্ত বাদীসহ মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।