মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: নিহত শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার সিদ্ধান্ত
Published :
Updated :
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত ছাড়াও এ সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া, নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সকল সহায়তা দেবে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। তাঁদের আত্মার শান্তির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও, নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামীকাল দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে বলেও বৈঠকে জানানো হয়েছে।