Published :
Updated :
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
একই সঙ্গে বিমান দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ বিভিন্ন দাবি জানিয়ে এ রিট আবেদনটি করা হয়।
আজ মঙ্গলবার (২২ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এ আর রায়হান।
এর পাশাপাশি রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি, মাইলস্টোন দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন বিমান কেনার বিষয়ে উদ্যোগ নিতে অনুরোধ করা হয়।