Published :
Updated :
মালয়েশিয়ায় ‘ইসলামিক স্টেট (আইএস)’ এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এপ্রিল থেকে শুরু হওয়া অভিযানে এদের আটক করা হয়।
পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, তারা সিরিয়া ও বাংলাদেশে আইএস সেলগুলোতে অর্থ পাঠাত এবং মালয়েশিয়ায় জঙ্গি নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছিল।
তিনি বলেন, “তারা আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে ‘আইএসের জন্য’ অর্থ পাঠাত। আমাদের ধারণা, সদস্য ফি এবং চাঁদা থেকেই এই অর্থ এসেছে।”
আটকরা ‘গেরাকান মিলিটান র্যাডিকাল বাংলাদেশ (জিএমআরবি)’ নামে একটি সংগঠনের সদস্য। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে সদস্য সংগ্রহ ও উগ্রবাদ প্রচার করত। তাদের গ্রুপে ১০০–১৫০ জন সদস্য রয়েছে, যাদের প্রত্যেককে বছরে ৫০০ রিংগিত দিতে হতো।
৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে, ১৫ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, আর ১৬ জন পুলিশের হেফাজতে তদন্তাধীন।
পুলিশ প্রধান বলেন, “যাদের সংশ্লিষ্টতা কম, তাদের দেশে ফেরত পাঠানো হবে। আর যাদের সম্পৃক্ততা বেশি, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, “তাদের সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে, আমরা বিস্তারিত জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি, দুই-চারদিনের মধ্যে জানতে পারব যে বাস্তবে তাদের বিষয়টা কী।”
তিনি আরও বলেন, “যদি তারা জঙ্গি তৎপরতায় জড়িত থাকে, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেটার চেষ্টা করা হবে।”