Published :
Updated :
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক তিন বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।
শুক্রবার বিমানবন্দর থানা তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে আদালতে অভিযুক্ত করা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।