Published :
Updated :
মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক অভিযানে ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় এই অভিযান চালাইয় দেশটির অভিবাসন বিভাগ। এতে অংশ নেন ১৮৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা ও অন্যান্য সংস্থার সদস্যরা।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ১৬৫ জন এবং নেপালি ১২৪ জন। এছাড়া ৫৮ জন নারীও আটক হন, তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না।
অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান, মোট ৮৯৫ জনের কাগজপত্র যাচাই করে ৫০৬ জনকে অবৈধভাবে থাকার অভিযোগে আটক করা হয়েছে। তাদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত ভঙ্গ, অতিরিক্ত সময় থাকা ও ভুয়া পরিচয়ে থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।