Bangla
9 days ago

মালয়েশিয়ায় প্রবেশে বাধা, ফিরতে হলো ১২৩ বাংলাদেশিকে

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

Published :

Updated :

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ১৯৮ জন বিদেশি নাগরিককে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি।

শুক্রবার (২৫ জুলাই) মালয় মেইল-এর এক প্রতিবেদনে জানানো হয়, অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসনের বুকিং না থাকা এবং অস্পষ্ট ভ্রমণ উদ্দেশ্য ছিল প্রধান কারণ।

টার্মিনাল ১ থেকে আটক করা ১২৮ জনের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান ও ১ জন সিরীয় নাগরিক। টার্মিনাল ২ থেকে আটক হওয়া ৭০ জনের মধ্যে ছিলেন ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি ও ২ জন ভিয়েতনামি।

মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহেইলি মোহাম্মদ জাইন জানান, এসব যাত্রীদের ‘নট টু ল্যান্ড’ (NTL) পদ্ধতির আওতায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এ দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

তিনি আরও জানান, কিছু যাত্রীর ফোনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। মালয়েশিয়াকে যেন অবৈধ অনুপ্রবেশের ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 

Share this news