Published :
Updated :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলুন ওড়ানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
দুপুরে ‘৩৬ জুলাই উদযাপন’ কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় হেলিকপ্টারের আদলে গ্যাসভর্তি একগুচ্ছ সবুজ বেলুন আকাশে ওড়ানো হচ্ছিল। তবে একপর্যায়ে বেলুনগুলো বিদ্যুতের তারে লেগে আগুন ধরে যায়।
এই আগুনে মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), হাবিবুল্লাহ (২৩), ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাদ (১৭) নামের অন্তত ১০ জন দগ্ধ হন। এর মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও দগ্ধদের কারোর অবস্থা গুরুতর নয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আহতদের পোড়ার ক্ষত রয়েছে, তবে তা মৃদু পর্যায়ের।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বেলুনগুলো আকাশে উড়ানো হলে সেগুলো কাছের বৈদ্যুতিক তারে জড়িয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে মাইক থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
যদিও আগুন দীর্ঘস্থায়ী হয়নি, তবে মুহূর্তেই মঞ্চ ও আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।