Bangla
13 hours ago

মারা গেছেন মহাখালীতে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ মীর হোসেন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

Published :

Updated :

মহাখালী ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ মীর হোসেন (৫৫) মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৪টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ আগস্ট (রোববার) রাত ৮টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডে দগ্ধ অবস্থায় মীর হোসেনকে হাসপাতালে আনা হয়। শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান। 

Share this news